কাশ্মীর সীমান্তে টানা ছয় রাত ধরে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

ছবিঃ সিএনএন

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ছয় রাত ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতেও পারগওয়াল সেক্টরে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পারগওয়াল সেক্টরে পাকিস্তানের দিক থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর জবাবে ভারতের সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়েছে।

এই গোলাগুলির প্রেক্ষাপটে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে পহেলগাম হামলার তীব্র নিন্দা জানান এবং উভয় দেশকে আইনানুগ পথ অবলম্বন করে উত্তেজনা নিরসনের আহ্বান জানান।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হয়, যা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।