ডোনাল্ড ট্রাম্পের রসিকতা: "আমি নিজেই পরবর্তী পোপ হতে চাই"
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক রসিক মন্তব্য করেছেন। হোয়াইট হাউস থেকে মিশিগানে একটি সমাবেশে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি নিজেই পরবর্তী পোপ হতে চাই। এটা এখন আমার এক নম্বর পছন্দ" ।
ট্রাম্পের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে তার স্বভাবসুলভ রসিকতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে আত্মপ্রচারের একটি কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন ।
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অংশগ্রহণ করেন। মেলানিয়া, যিনি একজন ক্যাথলিক, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত বোধ করেছেন বলে জানান।
নতুন পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের গোপন বৈঠক 'কনক্লেভ' আগামী ৭ মে শুরু হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের কোনো কার্ডিনালের পোপ নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম, কারণ মার্কিন প্রভাবশালী ভূমিকাকে অনেকেই নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে দেখেন ।
ট্রাম্পের এই রসিক মন্তব্য ক্যাথলিক চার্চের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে।