কাশ্মীর সীমান্তে টানা ৭ দিন ধরে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, উত্তেজনা চরমে
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে টানা সাত দিন ধরে গোলাগুলি চলছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ৩০ এপ্রিল রাত থেকে ১ মে ভোর পর্যন্ত কুপওয়ারা, উরি ও আখনুর সেক্টরে পাকিস্তান সেনারা বিনা উসকানিতে গুলি চালিয়েছে। ভারতীয় বাহিনী পাল্টা জবাব দিয়েছে।
এই সংঘর্ষের পেছনে ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনা অন্যতম কারণ। ভারত এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিদের দায়ী করেছে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে।
ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মহাপরিচালকরা (DGMO) হটলাইন যোগাযোগে সংঘর্ষ বন্ধের আহ্বান জানালেও গোলাগুলি অব্যাহত রয়েছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র উভয় দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলাদা আলাদা ফোনালাপে এই আহ্বান জানান।
উল্লেখ্য, ২৪ এপ্রিল পাকিস্তান ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি, যার মধ্যে ১৯৭২ সালের শিমলা চুক্তি ও ইন্দাস পানি চুক্তি রয়েছে, স্থগিত করার ঘোষণা দেয়। ভারতও পাকিস্তানি নাগরিকদের দেশত্যাগের নির্দেশ দেয় এবং আকাশসীমা বন্ধ করে দেয়।
এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে।