ভারত যদি ইট ছুড়ে, জবাবে আমরা পাথর ছুঁড়ব

কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। প্রতিবেশী দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও কূটনৈতিক তৎপরতা। এমন পরিস্থিতিতে ভারতের পানিবন্ধের হুমকির জবাবে দিল্লিকে কড়া বার্তা দিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, ভারত যদি ইট ছুড়ে, জবাবে আমরা পাথর ছুঁড়ব।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতের অভিযোগের জবাবে সিনেটে বক্তব্য দেওয়ার সময় তিনি এই হুমকি দেন। খবর জিও নিউজের।

 

ইসহাক দার বলেন, পেহেলগামের হামলার ঘটনা ঘিরে ভারত ‘সাজানো নাটক’ তৈরি করছে। এর মাধ্যমে তারা ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি বাতিলের পথ খুঁজছে। তবে পাকিস্তান এই চুক্তি বাতিল মেনে নেবে না।

 

তিনি আরো বলেন, ভারত একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে চীন ও তুরস্ক, আমাদের পাশে রয়েছে।

 

পেহেলগামে হামলার ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এএফপিকে বলেছেন, ভারতের তরফে পাকিস্তানে হামলা আসন্ন এবং ইসলামাবাদ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। তিনি বলেছেন, আমাদের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না।

এদিকে পেহেলগামে হামলার জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সামরিক অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে গতকাল বৈঠক করেন তিনি। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর পূর্ণ আস্থা জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে জবাব দেয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে।