ট্র্যাফিক সিগন্যালে এমপিকে গুলি করে হত্যা
কেনিয়ার রাজধানী নাইরোবিতে বন্দুকধারীর গুলিতে একজন এমপি নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে করা হচ্ছে।
বুধবার (৩০ এপ্রিল) রাতে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, পশ্চিমাঞ্চলের কাসিপুল আসনের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য চার্লস ওয়েরেকে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় একটি ট্র্যাফিক সিগন্যালে গাড়ি থামানোর সময় গুলি করে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বন্দুকধারী একটি মোটরসাইকেলে যাত্রী হিসেবে যাচ্ছিল। সিগন্যালে এমপির গাড়ি আসলে খুনি পেছন থেকে এসে এমপির গাড়ির পাশে থামে। এরপর নেমে গুলি করে এবং লাফিয়ে মোটরসাইকেলে উঠে দ্রুত গতিতে পালিয়ে যায়।
কেনিয়ায় রাজনৈতিক হত্যাকাণ্ড অস্বাভাবিক ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হওয়ায় এসব ঘটনা ঘটে চলেছে। চার্লস ওয়েরে প্রবীণ রাজনীতিবিদ রাইলা ওডিঙ্গার নেতৃত্বাধীন বিরোধী ওডিএম পার্টির সদস্য ছিলেন। রাইলা ওডিঙ্গা এক্স-পোস্টে লিখেছেন, ওয়েরে আর নেই। নাইরোবিতে একজন আততায়ীর হাতে নির্মমভাবে এবং ঠান্ডা মাথায় তাকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে।
অনিয়মের অভিযোগ এনে ওডিঙ্গা ২০২২ সালের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু ওডিঙ্গা এবং তার কিছু সহযোগী কেনিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষমতাসীনদের সঙ্গে কাজ করার জন্য চুক্তি করেন।