আমেরিকার হামলায় ৫০০ হুতি সদস্য নিহত
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ঘাঁটিগুলোতে এক মাস ধরে চালানো মার্কিন বিমান ও নৌ অভিযানে অন্তত ৫০০ হুতি সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
গত ৩৫ দিন ধরে মার্কিন বাহিনী ইয়েমেনজুড়ে একনাগাড়ে হামলা চালিয়ে আসছে। যুদ্ধের মাত্রা বাড়ায় এবং নতুন এলাকায় অভিযান ছড়িয়ে পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গোয়েন্দা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, নিহতদের মধ্যে রয়েছে হুতিদের শীর্ষ কমান্ডার, ড্রোন অপারেটর এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ। একাধিক প্রশিক্ষণ ঘাঁটি ধ্বংস হয়েছে, যেখানে কোনো যোদ্ধা জীবিত থাকেনি।
সূত্র জানিয়েছে, হুতি গোষ্ঠী তাদের নিহত সদস্যদের বিষয়ে মুখ বন্ধ রাখতে পরিবারের ওপর চাপ দিচ্ছে। শুধু নিচু স্তরের যোদ্ধাদের মৃত্যুর কথা স্বীকার করছে তারা।
একজন ইয়েমেনি নাগরিক ও হুতিদের সাবেক বন্দি শেখ জামাল আল-মামারি সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দাবি করেছেন, নিহতের সংখ্যা ৬৫০ জনের বেশি। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কোনো সংবাদমাধ্যম।
এই হামলায় অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানা গেছে, তবে সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। তবে সামরিক পর্যায়ে হুতিদের সক্ষমতা বেশ দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।
আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাত পর্যন্ত মার্কিন হামলা অব্যাহত ছিল এবং আগামীতেও চলবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, হুতিদের রাজধানী ও প্রধান বন্দর এলাকা থেকে জোরপূর্বক হটাতে সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
এতসব সফলতার মাঝেও হুতিদের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রও ক্ষতির মুখে পড়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কমপক্ষে পাঁচটি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে, যার প্রতিটির মূল্য ৩০ মিলিয়ন ডলার।