আমেরিকার হামলায় ৫০০ হুতি সদস্য নিহত

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ঘাঁটিগুলোতে এক মাস ধরে চালানো মার্কিন বিমান ও নৌ অভিযানে অন্তত ৫০০ হুতি সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

গত ৩৫ দিন ধরে মার্কিন বাহিনী ইয়েমেনজুড়ে একনাগাড়ে হামলা চালিয়ে আসছে। যুদ্ধের মাত্রা বাড়ায় এবং নতুন এলাকায় অভিযান ছড়িয়ে পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।