ট্রাম্প’কে হুঁশিয়ারি বার্তা দিলেন কামালা হ্যারিস
নির্বাচনে হারের পর প্রথম বড় বক্তৃতায় সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ট্রাম্প প্রশাসনের ওপর তীব্র আক্রমণ করেন।
ডেমোক্র্যাট নারী প্রার্থী গঠনের সংগঠন ইমার্জ-এর এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমেরিকার যে অর্থনৈতিক সংকট চলছে, তা人为—মানুষ সৃষ্ট।" ইঙ্গিত ছিল সরাসরি ডোনাল্ড ট্রাম্পের দিকে।
তিনি আরও বলেন, “যেখানে সে বসে আছে, সেই হোয়াইট হাউজ আসলে আমেরিকার জনগণের।”
শেষে সাহস জাগানিয়া বার্তা দিয়ে বলেন, “ভয় একমাত্র সংক্রামক নয়, সাহসও সংক্রামক।”