ইসরায়েলে ভয়াবহ দাবানল, পাপের ফল না কি প্রকৃতির রুদ্র রূপ?

ইস্রায়েলের জেরুজালেম সংলগ্ন এলাকায় ভয়াবহ দাবানলে হাজার হাজার মানুষ ঘরছাড়া। কেউ কেউ বলছেন, এই দুর্যোগ হচ্ছে পাপের ফল—আল্লাহর গজব নেমে এসেছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এই আগুনের তীব্রতা।

বুধবার এই দাবানলে ইস্রায়েল সরকারের প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যায় এবং জেরুজালেমের আশপাশের কয়েকটি শহর থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। ইস্রায়েলের বার্ষিক শহীদ দিবসের অনুষ্ঠানমালা বন্ধ করে জনগণকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। স্বাধীনতা দিবসের উদযাপনও বাতিল করা হয়েছে।

ইস্রায়েলের ফায়ার সার্ভিস প্রধান এয়াল কাসপি একে তাঁর জীবনের অন্যতম কঠিন আগুন নিয়ন্ত্রণ পরিস্থিতি বলে অভিহিত করেছেন। পরিস্থিতি এতটাই খারাপ যে, ফায়ারফাইটিং প্লেনগুলোও কাজ করতে পারছে না। এখন পর্যন্ত ১৯ জন সামান্য আহত হয়েছে বলে জানিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড আদম।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাস মিলে "মারাত্মক পরিস্থিতির" সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানানো হয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, গ্রিস, ইতালি সহ একাধিক দেশের কাছে।

প্যালেস্টাইন কর্তৃপক্ষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তবে ইস্রায়েল সে প্রস্তাবে কী প্রতিক্রিয়া জানিয়েছে, তা এখনও পরিষ্কার নয়।