কাশ্মীর ইস্যুতে উত্তেজনা: ভারতের প্রতি পাকিস্তানের সেনাপ্রধানের হুঁশিয়ারি
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের বিরুদ্ধে দ্রুত ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গত বৃহস্পতিবার (১ মে) পাঞ্জাব প্রদেশের টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (টিএফএফআর) "হ্যামার স্ট্রাইক" নামক উচ্চমাত্রার সামরিক মহড়া পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধান বলেন, "ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের দ্রুত, দৃঢ় ও উন্নততর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি ও সংকল্প অটুট।"
এই মন্তব্যের পেছনে রয়েছে ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২৬ জন পর্যটক নিহত হওয়ার একটি সন্ত্রাসী হামলা। ভারত এই হামলার জন্য পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী "দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট" (টিআরএফ)-কে দায়ী করেছে, যা লস্কর-ই-তৈয়বার একটি শাখা হিসেবে পরিচিত। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। দুই দেশই কূটনৈতিক সম্পর্ক হ্রাস, সীমান্ত ও আকাশপথ বন্ধ এবং ইন্দাস পানি চুক্তি স্থগিত করেছে। সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে, যদিও বড় ধরনের সামরিক মোতায়েন দেখা যায়নি।
আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাদা আলাদা ফোনালাপে উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
সেনাপ্রধান আসিম মুনিরের এই হুঁশিয়ারি এমন সময়ে এসেছে, যখন দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে।