ভারতে স্কুলের মিলে মৃত সাপ! অসুস্থ শতাধিক শিশু
ভারতের বিহার রাজ্যের মোকামা শহরের একটি সরকারি বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচির আওতায় সরবরাহকৃত খাবারে মৃত সাপ পাওয়ার পর শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনায় ভারতের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) তদন্ত শুরু করেছে।
বৃহস্পতিবার (১ মে) এনএইচআরসি এক বিবৃতিতে জানায়, অভিযোগ উঠেছে যে, খাবারের মধ্যে মৃত সাপ পাওয়ার পরও তা সরিয়ে রেখে শিশুদের পরিবেশন করা হয়েছে। এতে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে এবং স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে।
এনএইচআরসি জানিয়েছে, যদি অভিযোগ সত্য হয়, তবে এটি শিশুদের মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। তারা রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দুই সপ্তাহের মধ্যে একটি বিশদ প্রতিবেদন চেয়েছে, যাতে আক্রান্ত শিশুদের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কেও তথ্য থাকতে হবে।
ভারতে স্কুলের মিড-ডে মিল কর্মসূচির খাবারে অস্বাস্থ্যকর ও বিপজ্জনক উপাদান পাওয়ার ঘটনা নতুন নয়। এর আগে, ২০১৩ সালে বিহারেই মিড-ডে মিলের খাদ্যে বিষক্রিয়ায় ২৩ জন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।
এই ধরনের ঘটনা ভারতের মিড-ডে মিল কর্মসূচির মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আরও কঠোর নজরদারির প্রয়োজনীয়তা স্পষ্ট করছে।