গাজায় ত্রাণ কনভয়ে ইসরাইলের হামলা

গাজায় ত্রাণ কনভয়ে ইসরাইলের হামলার দৃশ্য|টাইমস অফ ইসরাইল

গাজায় ত্রাণ কনভয়ে হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার (২ এপ্রিল) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মাল্টা থেকে যাত্রা করা গাজামুখী ‘ফ্রিডম ফ্লোটিলা’ জাহাজে হামলা করেছে ইসরাইলি বাহিনী। এটি হামাস সংগঠিত একটি কনভয়ের অংশ ছিল। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। এছাড়া ওই দাবির কোনো স্বতন্ত্র নিশ্চিতকরণও মেলেনি।

 

জাহাজটি একটি মানবিক সাহায্য সংস্থার জন্য ব্যবহৃত ছিল। এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।