প্রিন্স হ্যারি চান রাজপরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি: ‘দ্বন্দ্বে কিছুই পাওয়া যায় না, জীবন অত্যন্ত মূল্যবান’
ব্রিটেনের প্রিন্স হ্যারি শুক্রবার (২ মে) জানিয়েছেন, তিনি রাজপরিবারের সঙ্গে “সম্প্রীতি” স্থাপন করতে চান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার এবং পরিবারের কয়েকজন সদস্যের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ ছিল।” তবে তিনি এখন তাদের “ক্ষমা করে দিয়েছেন” বলেও জানান।
“আমি আমার পরিবারের সঙ্গে সুসম্পর্ক চাই। বিবাদ করে কোনো লাভ নেই, কারণ জীবনটা অত্যন্ত মূল্যবান,” বলেন তিনি।
সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি আরও জানান, যুক্তরাজ্যে নিজের ও পরিবারের নিরাপত্তা সংক্রান্ত মামলায় হেরে যাওয়ায় তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন।
তিনি বলেন, “আমি এমন কোনো অবস্থা কল্পনাও করতে পারি না, যেখানে আমি আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে আবার যুক্তরাজ্যে ফিরব। তারা যে সবকিছু হারাবে, সেটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়—আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন।”
উল্লেখ্য, ২০২০ সালে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান, সাসেক্সের ডাচেস, রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
আজকের শুরুতে লন্ডনের কোর্ট অব অ্যাপিল হ্যারির সেই আপিল খারিজ করে দেয়, যেখানে তিনি রাজকীয় দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তাঁর নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।
গত বছর লন্ডনের হাই কোর্ট সরকারের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দিয়েছিল। আজ তিনজন আপিল বিচারক সেই রায় বহাল রাখেন। তারা বলেন, হ্যারি যতই হতাশ বা ক্ষুব্ধ হোন না কেন, সরকারের সিদ্ধান্তে কোনো আইনি ত্রুটি নেই।
(সূত্র: রয়টার্স)