ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু
ভারতের গোয়ার শ্রী লইরাই দেবী মন্দিরে বার্ষিক যাত্রা উৎসবে পদদলিত হয়ে অন্তত ৬ জনের মৃত্যু এবং ৩০ জনের বেশি আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি শনিবার ভোররাতে উত্তর গোয়ার শিরগাঁও গ্রামে অবস্থিত মন্দিরে ঘটে।
শ্রী লইরাই যাত্রা গোয়ার একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব, যেখানে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেন। এই উৎসবের অন্যতম আকর্ষণ হল 'ধোন্দ' নামক ভক্তদের খালি পায়ে জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে হাঁটার প্রথা। এবারের যাত্রায় প্রায় ৫০,০০০ ভক্ত উপস্থিত ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মন্দিরের ঢালু পথে একজন ভক্ত পড়ে গেলে হঠাৎ করে ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পদদলনের ঘটনা ঘটে ।
দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন, আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন। তিনি এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করে বলেন, "শিরগাঁওয়ে লইরাই যাত্রায় পদদলনের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি আহতদের সঙ্গে দেখা করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
উৎসবের জন্য প্রায় ১,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল এবং ড্রোনের মাধ্যমে ভিড় পর্যবেক্ষণ করা হচ্ছিল। তবে এত বড় ভিড় সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার আক্ষত কৌশল জানিয়েছেন, ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে ।
এই মর্মান্তিক ঘটনায় গোটা গোয়া শোকাহত। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।