পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উত্তেজনার মধ্যে পাকিস্তান থেকে সব ধরনের পণ্যের আমদানি নিষিদ্ধ করল ভারত।

আজ শনিবার (৩ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে নেওয়া হয়েছে।

পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব পণ্য, চিকিৎসা সামগ্রী, ফলমূল বা তেলবীজ যতই অনুমোদিত হোক না কেন, এখন থেকে আমদানি নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞার আগেই ওয়াঘা-আটারি সীমান্ত বাণিজ্য পথ বন্ধ করা হয়েছিল।

পেহেলগামে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র পাওয়া গেছে বলে দাবি করেছে ভারত।

ভারত এরই মধ্যে সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে, পাকিস্তানি নাগরিকদের সব ভিসা বাতিল করেছে এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে।

সূত্র: এনডিটিভি