ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাশিয়ার পাল্টা আঘাত, খারকিভে আহত ৪

টানা ড্রোন হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেনের খারকিভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট

এর আগে, দুই রাত ধরে মস্কোর আকাশে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, এমন দাবি করেছে রাশিয়া। দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা রোসাভিয়াতসিয়া জানায়, নিরাপত্তাজনিত কারণে মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হামলা-পাল্টা হামলার এই ঘটনার মধ্যেই রাশিয়া আগামী ৯ মে ‘বিজয় দিবস’ পালনের প্রস্তুতি নিচ্ছে। দিবসটি উপলক্ষে ইউক্রেনের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে প্রাথমিক সম্মতি দিয়েছেন।

রুশ ঘোষণার বরাতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৮ মে) থেকে ইউক্রেনে তিন দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে।