পুলিৎজার পুরস্কার ২০২৪: শীর্ষ পুরস্কার জিতেছে নিউইয়র্ক টাইমস, রয়টার্স ও ওয়াশিংটন পোস্ট

সাংবাদিকতার নোবেলখ্যাত পুলিৎজার পুরস্কার ২০২৪-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি পরিচালিত এই পুরস্কার এবারও সম্মান জানিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমকে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকসহ বিভিন্ন শাখায় এ পুরস্কার প্রদান করা হয়।

সোমবার প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে পুলিৎজার পুরস্কার জিতেছে ওয়াশিংটন পোস্ট, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গত ১৩ জুলাইয়ের হামলার তাৎক্ষণিক ও বিশ্লেষণধর্মী কাভারেজের জন্য।

নিউইয়র্ক টাইমস এবার চারটি বিভাগে পুরস্কার অর্জন করেছে:

  • বিশ্লেষণমূলক প্রতিবেদন: আজম আহমেদ, ক্রিস্টিনা গোল্ডবাম ও ম্যাথিউ আইকিনসের যৌথ কাজের জন্য

  • আন্তর্জাতিক প্রতিবেদন: সুদানে চলমান সংঘাত নিয়ে গভীর ও মানবিক সাংবাদিকতার জন্য

  • স্থানীয় সংবাদ: নিউইয়র্ক টাইমস ও বাল্টিমোর ব্যানারের যৌথ প্রতিবেদন

  • একটি অতিরিক্ত বিভাগ, যা খবরে এখনও বিস্তারিত প্রকাশ পায়নি

রয়টার্স পেয়েছে অনুসন্ধানী প্রতিবেদন বিভাগে পুরস্কার, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রাণঘাতী মাদক ফেন্টানিল ছড়িয়ে পড়ার ভয়াবহতা তুলে ধরার জন্য।

হিউস্টন ক্রোনিকল পেয়েছে সম্পাদকীয় বিভাগে পুলিৎজার পুরস্কার।

প্রো-পাবলিকা পেয়েছে পাবলিক সার্ভিস বিভাগে, যুক্তরাষ্ট্রের গর্ভপাতবিরোধী আইন ও চিকিৎসাসেবায় বিলম্বজনিত মাতৃমৃত্যু নিয়ে তাদের অনুসন্ধানের জন্য।

ওয়াল স্ট্রিট জার্নাল পেয়েছে জাতীয় সংবাদ বিভাগে, ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত রূপান্তর বিষয়ে ধারাবাহিক ও গভীর প্রতিবেদন প্রকাশের জন্য।