"ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, ইয়েমেনি বাহিনীর নতুন করে আক্রমণ"
ইসরাইলের দখলকৃত ভূখণ্ডে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র
দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সামরিক বাহিনী। বুধবার (৭ মে) এ হামলার তথ্য জানায় ইরানভিত্তিক বার্তা সংস্থা মেহের, যা ইসরাইলের স্থানীয় একাধিক গণমাধ্যমের বরাতে প্রকাশিত হয়েছে।
ইসরাইলি টিভি চ্যানেল ১২ এবং চ্যানেল ১৪ জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আকাশসীমার মধ্যেই প্রতিহত করেছে ইসরাইলি বিমান বাহিনী। হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের দখলকৃত ভূখণ্ড ও মূলত রাজধানী তেল আবিবের দিকেই।
ইতিহাসের পুনরাবৃত্তি: বেন গুরিয়ন বিমানবন্দরে হুথিদের সফল হামলা
এর আগে, গত ৪ মে ইয়েমেনি হুথি বাহিনী ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল। ইসরাইলের চ্যানেল ১৩ জানায়, ইসরাইলি ‘অ্যারো’ এবং মার্কিন ‘থাড’ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়। এতে অন্তত ৭ জন আহত হন এবং ইসরাইল বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়।
নেতানিয়াহুর পাল্টা হুমকি, হুথিদের ‘আকাশ অবরোধ’ ঘোষণা
হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেনের বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ারি দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই হুথি গোষ্ঠী ইসরাইলের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ আকাশপথ অবরোধ’-এর ঘোষণা দেয়।
ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন,
“গাজার বিরুদ্ধে শত্রুর হামলা সম্প্রসারণের জবাবে আমরা ইসরাইলি শত্রুর ওপর একটি পূর্ণাঙ্গ আকাশ অবরোধ আরোপ করছি, যা বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরকে পুনঃপুনঃ লক্ষ্যবস্তু করবে।”
আনসারুল্লাহ বাহিনীকে ওমানের গ্র্যান্ড মুফতির অভিনন্দন
এই হামলার জন্য হুথি নিয়ন্ত্রিত আনসারুল্লাহ বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খলিলি। এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি লেখেন,
“আমরা সালাম জানাই বীর ইয়েমেনি যোদ্ধাদের, যারা সত্যের পক্ষে এবং অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। আমরা তাদের এই মহান অর্জনের জন্য অভিনন্দন জানাই। তারা শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে।”
যুক্তরাষ্ট্রের পাল্টা বিমান হামলা, বহু হতাহত
হুথি হামলার পরপরই মার্কিন বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানা এবং সাদা শহরের বিভিন্ন স্থাপনায় পাল্টা বিমান হামলা চালায়। হুথি-সমর্থিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ জানায়, এ হামলায় বহু সাধারণ নাগরিক হতাহত হয়েছেন এবং বেশ কয়েকটি আবাসিক ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুদ্ধের আশঙ্কা
ইয়েমেন থেকে ইসরাইলের ওপর ধারাবাহিক হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই আঞ্চলিক সংঘাত একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব আন্তর্জাতিক অঙ্গনেও পড়বে।