"ভ্যাটিকানে পোপ নির্বাচন, প্রথম দফায় কোনো সিদ্ধান্ত হয়নি"
ভ্যাটিকানে পোপ নির্বাচনে প্রথম দফায় ভোট ব্যর্থ, চিমনি দিয়ে উঠেছে কালো ধোঁয়া
ভ্যাটিকানে শুরু হয়েছে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া। বুধবার (৮ মে) রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু নির্বাচনের লক্ষ্যে শুরু হয় গোপন কনক্লেভ। তবে প্রথম দফার ভোটে কোনো কার্ডিনাল নির্ধারিত দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে উঠেছে ‘কালো ধোঁয়া’। এর অর্থ, এখনো নতুন পোপ নির্বাচিত হননি।
পোপ নির্বাচনের এই ঐতিহ্যবাহী পদ্ধতিতে কার্ডিনালরা সিস্টিন চ্যাপেলে গোপন বৈঠকে অংশ নেন। সেখানে একবার প্রবেশ করলে বাইরের জগতের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কনক্লেভ চলাকালে সারা বিশ্বের নজর থাকে সিস্টিন চ্যাপেলের চিমনির দিকে। চিমনি থেকে সাদা ধোঁয়া উঠলে বোঝা যায়, নতুন পোপ নির্বাচিত হয়েছেন। আর কালো ধোঁয়া মানেই ভোটাভুটির ফলাফল আসেনি।
কোনো এক প্রার্থী যদি ভোটের দুই-তৃতীয়াংশ পান, তবে তাকে নতুন পোপ হিসেবে ঘোষণা করা হয়। তখন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হয় এবং বেজে ওঠে ঘণ্টাধ্বনি।
বিশ্ব রাজনীতিতেও যিনি এক বিশাল প্রভাব ফেলতে পারেন, সেই ক্যাথলিকদের নতুন ধর্মগুরু বেছে নিতে এবারের কনক্লেভে অংশ নিচ্ছেন ৭০টি দেশের রেকর্ড ১৩৩ জন কার্ডিনাল। ২০১৩ সালে পোপ ফ্রান্সিস নির্বাচনের সময় অংশ নিয়েছিলেন ৪৮ দেশের ১১৫ কার্ডিনাল।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, এবার কনক্লেভে সম্ভাব্য পোপ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ইতালির কার্ডিনাল পিয়েত্র পারোলিন এবং ফিলিপিন্সের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে। বৈচিত্র্যপূর্ণ বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চকে ঐক্যবদ্ধ রাখার চ্যালেঞ্জ সামাল দিতে সক্ষম, এমন একজন নেতার দিকেই তাকিয়ে আছে পুরো ধর্মীয় সম্প্রদায়।