পাকিস্তানের পাল্টা হামলায় রাফায়েল ভূপাতিত, কার্যকারিতা নিয়ে প্রশ্ন

কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে রাফায়েল যুদ্ধবিমান কেনার নতুন চুক্তি করে ভারত। কিন্তু সেই চুক্তির মাত্র এক সপ্তাহ পরেই পাল্টা হামলায় পাকিস্তানের হাতে ভারতীয় রাফায়েল ভূপাতিত হওয়ায় যুদ্ধবিমানটির কার্যকারিতা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

গত ২২ এপ্রিল কাশ্মীরে বন্দুকধারীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এই উত্তেজনার মধ্যে গত সপ্তাহে ফ্রান্সের সঙ্গে প্রায় ৬৩০ বিলিয়ন রুপির বিনিময়ে ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত।

চুক্তির পরই হামলা, পাল্টা প্রতিশোধে পাকিস্তান

চুক্তির এক সপ্তাহ পার না হতেই মঙ্গলবার পাকিস্তানের ভেতরে একটি টার্গেটেড ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর পাল্টা জবাবে পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে, যার মধ্যে রয়েছে ৩টি রাফায়েল এবং একটি রাশিয়ান মিগ-২৯ জেট। ফলে প্রশ্ন উঠেছে ভারতীয় বাহিনীর এত ব্যয়বহুল ও উন্নত প্রযুক্তির যুদ্ধবিমানগুলো কতোটা কার্যকর।

রাফায়েল যুদ্ধবিমান: প্রযুক্তি বনাম বাস্তবতা

ফ্রান্সে নির্মিত রাফায়েল একটি ৪.৫ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। এতে রয়েছে উন্নত রাডার সিস্টেম, সক্রিয় জ্যামিং প্রযুক্তি, মিসাইল সতর্কীকরণ ব্যবস্থা এবং শত্রু রাডার প্রতিরোধের ক্ষমতা। ইউরেশিয়ান টাইমসের তথ্য অনুযায়ী, একটি রাফায়েল ১৪৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ৪০টি লক্ষ্য শনাক্ত করে আঘাত হানতে পারে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নতুন রাফায়েল বিমানগুলো ২০৩০ সালের মধ্যে সরবরাহ করা হবে এবং ফ্রান্স ও ভারতে পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে প্রতি রাফায়েলের বর্তমান মূল্য প্রায় ২৪ বিলিয়ন রুপি, আর সেই বিমানই পাকিস্তানের পাল্টা হামলায় ভূপাতিত হওয়ায় চুক্তির যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন।

আধিপত্যের স্বপ্নে ছায়া

বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারে ভারত যে কৌশল নিয়েছিল, সেই পরিকল্পনায় রাফায়েলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু নতুন এই বাস্তবতায় চুক্তিটি পুনর্বিবেচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা।

বর্তমানে ভারতের বিমানবহরে ৩৬টি রাফায়েল রয়েছে, তবে এই হামলার ঘটনায় তার ‘অপ্রতিরোধ্য ক্ষমতা’ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির উন্নয়ন যতই হোক, বাস্তব যুদ্ধের ময়দানে নিরাপত্তা ও দক্ষতার পরীক্ষা চূড়ান্ত মাপকাঠি।