ইসরায়েলের চাপে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ৬ স্কুল স্থায়ীভাবে বন্ধ

ছবি: সংগৃহীত

পূর্ব জেরুজালেমে ইসরায়েল বৃহস্পতিবার (৮ মে) জাতিসংঘের ছয়টি স্কুল স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। এর ফলে ফিলিস্তিনি শিক্ষার্থীদের চলে যেতে বাধ্য করা হয়েছে।

গত মাসে ভারী অস্ত্রধারী ইসরায়েলি পুলিশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা পূর্ব জেরুজালেমের স্কুলগুলো ৩০ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। এই সময়সীমা গতকাল বুধবার শেষ হয়েছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা 'UNRWA' নামে পরিচিত, যারা ছয়টি স্কুল পরিচালনা করে। এই বছরের শুরুতে ইসরায়েল UNRWA-কে নিষিদ্ধ করার পর এই বন্ধের আদেশ জারি করা হয়।

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রদানের প্রধান সরবরাহকারীও এই 'UNRWA'। অঞ্চলটি ১৯৬৭ সালে আরদের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েল দখল করেছিল। ইসরায়েল পূর্ব জেরুজালেমকে নিজেদের বলে দাবি করে।