চোর আর কাপুরুষরাই রাতে হামলা করে’: ভারতের উদ্দেশে বিলওয়ালের কড়া বার্তা


ভারতের উদ্দেশে তীব্র ভাষায় ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, "শুধুমাত্র চোর ও কাপুরুষরাই রাতে হামলা করে।"

বুধবার (৭ মে) পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তার দাবি, “যদি ভারতের সামান্য সাহস থাকত, তবে তারা দিনের আলোতে হামলা করত।”

 

বিলওয়াল বলেন, “ভারত অহংকারে অন্ধ ও বর্বর হয়ে গেছে। তবে পাকিস্তানের সাহসী জনগণ তাদের জবাব দেবে।” তিনি আরও যোগ করেন, “আমরা যুদ্ধকে প্রশ্রয় দেই না, কিন্তু চুপ থাকাও মানে দুর্বলতা নয়। আমরা জবাব দেব আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতে—কোনো মিথ্যার ওপর ভিত্তি করে নয়।”

 

এদিকে জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশজুড়ে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, “ঐক্য এবং পরামর্শের মাধ্যমেই পাকিস্তান তার শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করতে পেরেছে।” তিনি বিরোধী দল পিটিআই সহ সব রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ করেন।