পাকিস্তানে ২৫টি ইসরায়েলি হারোপ ড্রোন ভূপাতিত করার দাবি আইএসপিআরের

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভারত থেকে উৎক্ষেপণ করা ইসরায়েলি তৈরি ২৫টি ‘হারোপ’ ড্রোন তারা ভূপাতিত করেছে। বৃহস্পতিবার (৮ মে) ইসলামাবাদে এক জরুরি সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ এই দাবি করেন।

জেনারেল শরিফ জানান, গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনার দিকে হারোপ ড্রোন পাঠানো হয়। তবে পাকিস্তানের এয়ার ডিফেন্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো সফলভাবে ২৫টি ড্রোন গন্তব্যে পৌঁছানোর আগেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।

ইসরায়েলি হারোপ: ভয়ংকর ‘লোইটারিং মিউনিশন’ ড্রোন

‘হারোপ’ ড্রোন তৈরি করেছে ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (IAI)। এটি একটি আত্মঘাতী ড্রোন বা ‘লোইটারিং মিউনিশন’ ব্যবস্থা— যা ৬ থেকে ৯ ঘণ্টা শত্রু টার্গেটের চারপাশে চক্কর দিতে পারে এবং রাডার বা যোগাযোগ কেন্দ্রের মতো উচ্চ-মূল্যবান লক্ষ্যবস্তু শনাক্ত করে নিজেকে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করতে পারে।

ড্রোনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:

  • সর্বোচ্চ গতি: ঘণ্টায় ৪৬০ কিমি

  • পাল্লা: প্রায় ১,০০০ কিমি

  • ওয়ারহেড: ২৩ কেজি উচ্চ-বিস্ফোরক

  • অপারেশন: প্রি-প্রোগ্রামড বা রিয়েল-টাইম কন্ট্রোল

বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোনগুলো নিম্ন উচ্চতায় উড়ে রাডারের চোখ ফাঁকি দিতে পারে, দ্রুত লক্ষ্য পরিবর্তন করতে পারে এবং প্রচলিত এয়ার ডিফেন্স ব্যবস্থার জন্য কঠিন প্রতিপক্ষ।

পাকিস্তানের পাল্টা ব্যবস্থা

আইএসপিআরের দাবি অনুযায়ী, পাকিস্তান আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে হারোপ ড্রোনগুলোকে লক্ষ্যভ্রষ্ট করতে পেরেছে। জেনারেল শরিফ বলেন, “আমাদের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছে, যেকোনো আগ্রাসনের জবাব আমরা দিতে প্রস্তুত।”

তিনি আরও যোগ করেন, “এটি শুধু পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার লড়াই নয়, বরং দক্ষিণ এশিয়ায় একটি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা শুরু করার অপচেষ্টার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ।"

ভারতের প্রতিক্রিয়া এখনো আসেনি

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ে কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ বাড়ছে।