পাকিস্তানের সঙ্গে উত্তেজনা: বহু প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৮ মে) নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। তিনি ‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে যান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতের ৫০ জন সেনা নিহত হওয়ার দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তবে এই বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব কোনো মন্তব্য করেননি এবং উপস্থিত সাংবাদিকদের কেউ এই বিষয়ে প্রশ্ন তোলেননি।

সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রীকে জিজ্ঞেস করা হয়, পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে তিনি সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন, “এই বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।”

একইভাবে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, পাকিস্তানে বিমান হামলায় ১০০ জন জঙ্গি নিহত হয়েছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিশ্রী বলেন, “বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পেরিয়েছে। আরও তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।”

এছাড়া, ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা পাকিস্তানের লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিক্রম মিশ্রী বলেন, “অপারেশনাল বিষয়ে আমি গভীরে যেতে চাই না।”

বিশ্লেষকদের মতে, পররাষ্ট্র সচিবের এমন কৌশলী উত্তর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা প্রশমনে একটি মৃদু কৌশল হতে পারে। তবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে যাওয়ার ফলে বিষয়টি নিয়ে আরও জল্পনা তৈরি হয়েছে।