সীমান্তে তীব্র উত্তেজনা,নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। কাশ্মীর সীমান্তে গোলাগুলি ও বিমান হামলার জেরে ভারতের আখনুর এলাকার দুটি গ্রামের শতাধিক বাসিন্দাকে বৃহস্পতিবার (৮ মে) নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, বলে জানিয়েছে রয়টার্স।

কাশ্মীরের জম্মু শহরের নিকটবর্তী একটি কলেজে আশ্রয় নেওয়া এসব মানুষ জানিয়েছেন, এরকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি তারা আগে কখনও হননি। ৫০ বছর বয়সী কালিয়া দেবী বলেন, "ভয়ে রাতে একদম ঘুম হয়নি।"

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৯ জন আহত হয়েছে। অন্যদিকে, পাকিস্তান দাবি করেছে যে, ভারতের বিমান হামলায় তাদের অন্তত ৩১ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবারও জম্মু অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা ভারতীয় সামরিক সূত্র মতে, সম্ভবত পাকিস্তানের ড্রোন হামলা।

বিশ্বের অন্যতম বিপজ্জনক পারমাণবিক ফ্ল্যাশপয়েন্ট হিসেবে পরিচিত এই অঞ্চলে শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, এবং চীনের মতো বিশ্বশক্তিগুলো আহ্বান জানিয়েছে।

স্থানীয় প্রশাসন সরিয়ে নেওয়া মানুষদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করেছে। সেখানে আশ্রয় নেওয়া সামীর নামের এক কিশোর জানায়, "এখানে অন্তত গুলি আসছে না, নিরাপদ মনে হচ্ছে।"