ভারত-শাসিত কাশ্মিরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, পাকিস্তানের অস্বীকার

সংগৃহীত

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান ভারত-শাসিত কাশ্মিরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটে তিনটি সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, কাশ্মিরে সংঘটিত কোনো হামলার সঙ্গে তাদের দেশের কোনো সম্পৃক্ততা নেই।

এক্স হ্যান্ডেলে ভারতীয় সেনাবাহিনী জানায়, ওই হামলাগুলোর কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং সেগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, জম্মু, পাঠানকোট ও উধমপুরে সামরিক ঘাঁটিগুলোর ওপর পাকিস্তানের দিক থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। তবে এসব হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে এবং কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতি হয়নি।