আগুনে ঘি ঢালার বিপরীতে আমরা শান্তির চেষ্টা করছি: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান । ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সাম্প্রতিক মিসাইল হামলার প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেছেন, এই উত্তেজনা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে।

শুক্রবার এক বিবৃতিতে এরদোয়ান বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে এ উত্তেজনা যেকোনো সময় সরাসরি সংঘর্ষে রূপ নিতে পারে, এ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি পাকিস্তানে নিহতদের জন্য দোয়া করেন এবং পাকিস্তান সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।

ভারতের পক্ষ থেকে বুধবার ভোরে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালানো হয়। ইসলামাবাদ একে ‘স্পষ্ট যুদ্ধ ঘোষণা’ বলে আখ্যা দিয়েছে। পাকিস্তানের দাবি, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের অন্তত ছয়টি স্থানে মসজিদ, হাইড্রোপাওয়ার প্রকল্পসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে। হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন।

এর পাল্টা জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও সাতটি ড্রোন ভূপাতিত করেছে এবং সীমান্তে ভারতীয় একাধিক চৌকি ও একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে বলে দাবি করে।

এরদোয়ান তার বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফোনালাপের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘পাকিস্তানের তরফ থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে একটি আন্তর্জাতিক স্বাধীন তদন্তের যে প্রস্তাব এসেছে, তা আমরা মূল্যবান মনে করি।’

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ‘যারা আগুনে ঘি ঢালার চেষ্টা করছে, তাদের বিপরীতে আমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তুরস্কের লক্ষ্য হচ্ছে উত্তেজনা প্রশমিত করা এবং আলোচনার পথ খুলে দেওয়া, যাতে পরিস্থিতি এমন এক পর্যায়ে না পৌঁছে, যেখান থেকে ফেরার উপায় থাকবে না।’