পাকিস্তানি পাইলট আটকের দাবি ভারতের, ‘মিথ্যা’ বলছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

রাজস্থানের জেসেলমের এলাকা থেকে পাকিস্তানি এক পাইলটকে আটকের দাবি করে ভারতের বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে। ভারতের এমন দাবির প্রেক্ষিতে যথাযথ প্রমাণ চেয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (৮ মে) ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানি এক পাইলট বের হয়ে যেতে সক্ষম হন। তবে ওই সময় তিনি রাজস্থানের জেসেলমেরে গিয়ে পড়েন। তখন তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া পাকিস্তানে দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি। 

নিজেদের পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, যদি ভারতের কাছে তাদের যুদ্ধবিমান ধ্বংস ও পাইলটকে আটকের খবর থাকে, তাহলে যেন এখনই তারা প্রমাণ দেখায়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ভারত সরকার যে দাবি করছে, ‘আমি এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি। আমি এটি ১০০ শতাংশ প্রত্যাখ্যান করছি।’

এছাড়া পাকিস্তানের দুটি যুদ্ধবিমান ধ্বংসের তথ্যও ‘ভুয়া ও মনগড়া গল্প’ বলে অভিহিত করেছেন তিনি। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘ভারত এফ-১৬ এবং জেএফ-১৭ যুদ্ধবিমান ভূপাতিত করার যে অযৌক্তিক ও মিথ্যা দাবি করছে, তা কেবল তাদের হতাশার প্রতিফলন।’

পাকিস্তানের ওপর হারোপ ড্রোন হামলার ব্যর্থতার পর ভারত আতঙ্কে রয়েছে বলেও জানায় ইসলামাবাদ। তারার বলেছেন, ‘ভারত এখন সংবাদমাধ্যমের মাধ্যমে রাজস্থান, পাঠানকোট এবং আইআইওজেকেতে কাল্পনিক হামলার খবর দিচ্ছে।’

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভারত মিথ্যা দাবির মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী আগ্রাসনকে ন্যায্যতা দিতে চায়। সূত্র আরও বলছে, পাকিস্তানি বাহিনী ভারতের সমস্ত ঘৃণ্য উদ্দেশ্যকে ব্যর্থ করতে সম্পূর্ণরূপে সক্ষম।