পাকিস্তান যাচ্ছেন সৌদি প্রতিমন্ত্রী
ভারতে আকস্মিক সফরের পর পাকিস্তান যাচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। বৃহস্পতিবার পাক-ভারত সংঘাত নিয়েই আলাপ করেছেন তিনি। এরই প্রেক্ষিতে দিল্লির পর ইসলামাবাদেও যাচ্ছেন তিনি।শুক্রবার (৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বিবিসি জানিয়েছে, দিল্লিতে মন্ত্রী পর্যায়ে আলোচনার পর শুক্রবার ইসলামাবাদের উদ্দেশে রওনা দিবেন সৌদি প্রতিমন্ত্রী।
এদিকে ভারতে সৌদি প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সফর নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ‘ভালো বৈঠক’ হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তাকে।
বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের মধ্যে সংঘাত দ্রুত বন্ধ করতেই দুই দেশ সফরের উদ্যোগ নিয়েছেন সৌদি প্রতিমন্ত্রী। ভারতের সঙ্গে সরাসরি আলাপের পর এখন পাকিস্তানের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করবেন তিনি।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হয়। যার ২৫ জনই পর্যটক। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে পাকিস্তান তা অস্বীকার করে।
পেহেলগাম ঘটনার ১৫ দিন পর ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা করে ভারত।