"গত দু'দিনে ৭৭টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান, জানালো নিরাপত্তা সূত্র"
পাঞ্জাবে ফের ছয় ড্রোন ভূপাতিত, পাকিস্তানের দাবি ৭৭টি ভারতীয় ড্রোন ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভেহারি, পাকপত্তন ও ওকারা জেলায় আরও ছয়টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৯ মে) এই ঘটনার মাধ্যমে পাকিস্তান দাবি করেছে, এখন পর্যন্ত ভারতের মোট ৭৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরাইলি প্রযুক্তিতে নির্মিত ছয়টি ড্রোন।
নিরাপত্তা ও সামরিক সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি ও জিও নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ছয়টি এবং শুক্রবার আরও ছয়টি ড্রোন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করলে সেগুলো ভূপাতিত করা হয়। ভেহারিতে একটি, পাকপত্তনে একটি এবং ওকারায় চারটি ড্রোন গুলি করে নামানো হয়েছে।
স্থানীয় পুলিশের দাবি, এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে আকাশেই, হামলার আগেই। অধিকাংশ ড্রোন জনবসতি থেকে দূরে কৃষিজমিতে পড়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতার কারণে বহু সাধারণ মানুষের প্রাণনাশের আশঙ্কা দূর হয়েছে বলে জানান সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা।
পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখা (আইএসপিআর)-এর মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, “দেশের আকাশসীমা রক্ষা করতে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বদা প্রস্তুত। প্রতিটি ড্রোন রাডারে নজরদারির আওতায় রয়েছে। এমনকি ছোট আকারের ড্রোনও ট্র্যাক ও প্রতিরোধ করতে সক্ষম আমাদের প্রযুক্তি।”
তিনি আরও জানান, বেসামরিক এলাকার কাছাকাছি এবং বাণিজ্যিক বিমান চলাচলের সময় যেন কোনো ঝুঁকি না তৈরি হয়, সেজন্য একটি কার্যকর নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হচ্ছে।
উল্লেখ্য, কাশ্মীর ইস্যু ঘিরে সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমানও ভূপাতিত করেছে। যদিও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ দাবি স্বীকার কিংবা অস্বীকার—কোনোটিই করা হয়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে ভারতের একটি বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্লেষকরা বলছেন, ক্রমবর্ধমান এই সীমান্ত উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।