ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় সামরিক কুচকাওয়াজের সময় হেলিকপ্টার বিধ্বস্ত: ৬ সেনা নিহত, আহত আরও ৬

আন্তর্জাতিক ডেস্ক
শ্রীলঙ্কায় একটি সামরিক কুচকাওয়াজের প্রস্তুতির সময় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন সেনা সদস্য। বৃহস্পতিবার (৯ মে) মধ্য শ্রীলঙ্কার মাদুরু ওয়া বাঁধ এলাকায় বেল ২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

বিমান বাহিনী জানায়, হেলিকপ্টারটি একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিতে গ্র্যাপলিং অনুশীলনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এতে দুজন পাইলটসহ মোট ১২ জন সেনা সদস্য ছিলেন। মাঝপথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি বিস্ফোরিত হয়।

নিহত ও আহতদের পরিচয়

শ্রীলঙ্কান বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এরান্ডা গিগেনজে জানান, নিহতদের মধ্যে রয়েছেন দুজন স্পেশাল ফোর্সের সদস্য ও দুজন বিমান বাহিনীর গানম্যান। এছাড়া আহত ছয়জনকে দ্রুত পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিধ্বস্তের কারণ এখনো অজানা

বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে কুচকাওয়াজের মতো হাই-প্রোফাইল অনুষ্ঠানের সময় এমন দুর্ঘটনা দেশটির সামরিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।

এ ঘটনার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।