কারাগারে ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে, ইমরানের মুক্তির জন্য পিটিআইয়ের আহ্বান

ছবি: সংগৃহীত

ইমরান খানের প্যারোলে মুক্তির আবেদন, নিরাপত্তা হুমকির আশঙ্কা প্রকাশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে ইসলামাবাদ হাইকোর্টে। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে তার জীবনের ওপর গুরুতর নিরাপত্তা হুমকি রয়েছে বলে দাবি করা হয়েছে এ আবেদনে।

এই আবেদন করেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুর। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমরান খানকে ‘সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ’ মনে করেন এবং প্রতিশোধ নিতে আদিয়ালা জেলে ড্রোন হামলার মতো পদক্ষেপ নিতে পারেন।

আবেদনে উল্লেখ করা হয়, “ভারত এর আগেও বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে। ইমরান খান কারাগারে থাকায় তিনি অতিরিক্ত ঝুঁকির মধ্যে রয়েছেন। তার স্বাস্থ্যও অবনতির দিকে যাচ্ছে এবং এখনো কোনো কার্যকর চিকিৎসা বা পদক্ষেপ নেওয়া হয়নি।”

এছাড়া, ইমরান খানের কারাবন্দি অবস্থায় শৃঙ্খলাপূর্ণ আচরণ এবং তার মৌলিক অধিকার রক্ষার দিকটি তুলে ধরে সংবিধান ও কারাবিধির বিভিন্ন ধারা অনুসারে তাকে প্যারোলে মুক্তির জন্য অনুরোধ জানানো হয়েছে।

পাঞ্জাব স্বরাষ্ট্র দপ্তরে এই বিষয়ে আবেদন করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে আবেদনে।