বিল গেটসের ব্যতিক্রমী সিদ্ধান্ত, মৃত্যুর আগে ৯৯ শতাংশ সম্পদ দান করবেন

ছবি: সংগৃহীত

📰 বিল গেটসের যুগান্তকারী ঘোষণা: জীবদ্দশায় বিলিয়ে দেবেন ৯৯% সম্পদ

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ববিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং সমাজসেবী বিল গেটস ঘোষণা দিয়েছেন, তিনি জীবদ্দশাতেই নিজের অর্জিত সম্পদের ৯৯ শতাংশ দান করে দেবেন।
গতকাল বৃহস্পতিবার (৮ মে) নিজের ব্লগে প্রকাশিত এক নিবন্ধে গেটস জানান, আগামী দুই দশকের মধ্যে তার দাতব্য সংস্থা ‘গেটস ফাউন্ডেশন’-এর মাধ্যমে ২০ হাজার কোটি মার্কিন ডলার ব্যয় করবেন মানবসেবায়।

এ ঘোষণাকে অনেকেই ইতিহাসে ধনী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় দান প্রতিশ্রুতি হিসেবে দেখছেন।

🌍 মানবকল্যাণই মূল লক্ষ্য

বিল গেটস স্পষ্ট করেছেন, তার এই বিপুল অর্থ মূলত ব্যয় হবে তিনটি মানবিক লক্ষ্য পূরণে—
১. মা ও শিশুদের প্রাণঘাতী রোগ থেকে মুক্ত করা
২. ম্যালেরিয়া, হামসহ সংক্রামক রোগ নির্মূল
৩. বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে সহায়তা

তার ভাষায়, “এখনই যদি বেশি করে ব্যয় করি, তাহলে জীবন বাঁচানো ও দুর্ভোগ লাঘবের জন্য তা আরও কার্যকর হবে। ভবিষ্যতের প্রজন্ম আরও ভালোভাবে দায়িত্ব পালন করবে।”

🔄 পরিকল্পনায় পরিবর্তন: মৃত্যুর পর নয়, এখনই দান

এর আগে ২০২২ সালে তিনি জানিয়েছিলেন, মৃত্যুর পর তার সম্পদ ধাপে ধাপে দান করা হবে।
কিন্তু সাম্প্রতিক ঘোষণায় দেখা যাচ্ছে, তিনি সিদ্ধান্ত বদলে এখনই সম্পদ বিলিয়ে দেওয়ার পথে হাঁটছেন। এর পেছনে তার যুক্তি, “জীবিত অবস্থায় দান করলে কেউ ভবিষ্যতে আমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করবে না।”

সময়সীমা বেঁধে দিয়েছেন নিজেই

গেটস আরও জানান, ২০২৪ সালের মধ্যে গেটস ফাউন্ডেশনের দাতব্য কার্যক্রম সম্পন্ন করে প্রতিষ্ঠানটি ২০৪৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।
এই সময়সীমার মধ্যেই তার ঘোষিত ২০ হাজার কোটি ডলার ব্যয় করে ফেলা হবে।

💰 দানের পরও রয়ে যাবে বিপুল অর্থ

বিশ্বের শীর্ষ ধনীদের একজন গেটস বর্তমানে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে পঞ্চম স্থানে রয়েছেন। যদিও তিনি সম্পদের ৯৯% দান করবেন, তবুও তার হাতে থেকে যাবে শত কোটি ডলারেরও বেশি।

🤝 ধনীদের প্রতি বার্তা

বিল গেটস দীর্ঘদিন ধরেই এই বার্তা দিয়ে আসছেন যে, ধনীদের উচিত সম্পদ সমাজে ফিরিয়ে দেওয়া। তার ভাষায়, “আমি আমার সম্পদের ৯৯% ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যারা ধনী, তাদের সবারই এই দায়িত্ব নেওয়া উচিত।”