ভারত-পাকিস্তান তীব্র উত্তেজনা, পাকিস্তানকে চাপে রাখতে নয়া দিল্লি

পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা, আইএমএফ ঋণ থামাতে ভারতের তৎপরতা

ঢাকা, ৯ মে:
ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি প্রতিরোধমূলক সামরিক অভিযান পরিচালনা করেছে ভারত। একইসঙ্গে ইসলামাবাদের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে নতুন কৌশলে এগোচ্ছে নয়াদিল্লি।

ভারত ইতোমধ্যেই পাকিস্তানকে ঠেকাতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। এবার দেশটি পাকিস্তানের জন্য নির্ধারিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ঋণ সহায়তা বন্ধ করতে পদক্ষেপ নিতে যাচ্ছে।

আইএমএফের ওপর চাপ

শুক্রবার (৯ মে) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, আইএমএফের বোর্ড আজ পাকিস্তানের জন্য ৭০০ কোটি ডলারের ঋণের পরবর্তী কিস্তি অনুমোদন করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে ভারত এই ঋণ না দেওয়ার জন্য আইএমএফের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, "আইএমএফ বোর্ডের উচিত ভাবা—গত তিন দশকে পাকিস্তানকে দেওয়া ঋণ সহায়তা কতটা ফলপ্রসূ হয়েছে। ভারত তার মতামত আনুষ্ঠানিকভাবে আইএমএফের সামনে তুলে ধরবে।"

বিশ্বব্যাংকের অবস্থান

বৃহস্পতিবার (৮ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। তিনি জানান, সিন্ধু পানি চুক্তি স্থগিতের বিষয়ে বিশ্বব্যাংক হস্তক্ষেপ করবে না।
তার ভাষায়, “চুক্তি স্থগিত করার কোনো ধারা নেই; এটি হয় বাতিল করতে হবে, নয়তো নতুনভাবে করতে হবে। বিশ্বব্যাংক শুধুই একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।”

ভারতের কূটনৈতিক উদ্যোগ

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনেও জানানো হয়, ভারত আইএমএফকে অনুরোধ জানিয়েছে, পাকিস্তানের জন্য বরাদ্দ করা ঋণ পুনর্বিবেচনা করতে। সূত্র মতে, গত বছর পাকিস্তান ৭ বিলিয়ন ডলারের ঋণ পায়, যার মধ্যে মার্চ মাসে ১.৩ বিলিয়ন ডলারের একটি নতুন জলবায়ু স্থিতিস্থাপক ঋণও অন্তর্ভুক্ত ছিল।

ভারত সরকারের একটি সূত্র জানায়, "পাকিস্তানের অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় বিদেশি ঋণ বন্ধ না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।" ফলে নয়াদিল্লি আইএমএফের কাছে পাকিস্তানকে ঋণ না দেওয়ার জন্য সরাসরি উদ্বেগ জানিয়েছে।