ভারতে তিন বাংলাদেশি আটক, কূটনৈতিক তৎপরতা শুরু

দিল্লিতে ‘অপারেশন ফেস ওয়াশ’: তিন বাংলাদেশি আটক, হিজড়া সেজে দেহ ব্যবসার অভিযোগ

নয়াদিল্লি, ৯ মে:
ভারতের রাজধানী নয়াদিল্লির আজাদপুর এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে দিল্লি পুলিশের ফরেনার্স সেল। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অবস্থান এবং নারী ও হিজড়া সেজে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে দিল্লি পুলিশের ফরেনার্স সেল বিভাগ জানায়, ‘অপারেশন ফেস ওয়াশ’ নামের একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে ভোরবেলায় এই অভিযান পরিচালিত হয়।

❖ আটককৃত ব্যক্তিরা

আটককৃত ব্যক্তিরা হলেন:

  • মাকসুদা আলি ওরফে মো. মাসুম (৪০)

  • আবদুল হাকিম ওরফে জেলি (৩৩)

  • ফাহিম ওরফে পায়েল (২১)

বিবৃতিতে আরও বলা হয়, তারা আড়াই বছর আগে বাংলাদেশ-ভারত সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন এবং সেখান থেকে দিল্লিতে চলে আসেন। এরপর তারা হিজড়া বা নারী সেজে বিভিন্ন এলাকায় দেহ ব্যবসা ও অর্থ সংগ্রহে জড়িয়ে পড়েন।

❖ প্রযুক্তি ব্যবহারের অভিযোগ

পুলিশ জানিয়েছে, আটকের সময় তাদের কাছ থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে, যাতে ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ ‘আইএমও’ অ্যাপ পাওয়া গেছে। এই অ্যাপের মাধ্যমে তারা বাংলাদেশে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে ধারণা করছে পুলিশ।

❖ তদন্ত ও পরবর্তী পদক্ষেপ

দিল্লি পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।