রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের সাক্ষাৎ, দুই দেশের বন্ধুত্ব আরও গভীর

ভিক্টরি ডে উপলক্ষে রাশিয়ায় সামরিক কুচকাওয়াজ, শি জিনপিংয়ের উপস্থিতি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মস্কোর রেড স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজের মাধ্যমে ‘ভিক্টরি ডে’ উদযাপন করছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পুতিনের পাশে বসে কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।

আজ (৯ মে) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এবারের কুচকাওয়াজে ইউক্রেনীয় ড্রোন হামলার প্রেক্ষাপটে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। প্রথমবারের মতো যুদ্ধ ড্রোনবাহী ট্রাকের প্রদর্শন ছিল, যা ইউক্রেনে চলমান যুদ্ধে এসব ড্রোনের ব্যাপক ব্যবহারের প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে।

শি জিনপিং, যিনি পুতিনের পাশে বসে কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন, তিনি পরেছেন কমলা-কালো স্ট্রাইপের ‘সেন্ট জর্জ রিবন’—যা রাশিয়ায় সামরিক গৌরবের প্রতীক হলেও কিছু প্রতিবেশী দেশে নিষিদ্ধ।

পুতিন তার ভাষণে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘পাঠ’ মিলিয়ে বলেন, রাশিয়া নাৎসিবাদ, রুসোফোবিয়া ও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে অদম্য প্রতিরোধ করছে। সত্য ও ন্যায় আমাদের পক্ষে, এবং গোটা দেশ ইউক্রেনে চলমান যুদ্ধকে সমর্থন করছে।

কুচকাওয়াজের শুরুতে রাশিয়ার গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ওলেগ সালিউকভ ১১ হাজার সেনাকে নেতৃত্ব দেন, যাদের মধ্যে ১ হাজার ৫০০ জন ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছেন। তাঁদের পরিদর্শন করেন সদ্যনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসোভ।

এবারের আয়োজনে ২৭টি দেশের রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য চীনের শি জিনপিং ছাড়াও নর্থ কোরিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, ব্রাজিলের লুলা দা সিলভা, ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো এবং ইউরোপীয় ইউনিয়নের একমাত্র প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিতো এবং সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়ন এই আয়োজনে যোগ না দিতে আহ্বান জানালেও সার্বিয়া সেই আহ্বান উপেক্ষা করেছে।