দিল্লির সবুজ সংকেত সত্ত্বেও কলকাতা নিয়ে দ্বিধায় তসলিমা নাসরিন

ছবি: সংগৃহীত

তসলিমা নাসরিনের কলকাতা ফেরায় নেই প্রশাসনিক বাধা, দ্বিধায় রয়েছেন লেখিকা

বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গ বা কলকাতায় ফেরার পথে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও প্রশাসনিক বাধা নেই বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে পাঠানো এক চিঠিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তসলিমা নাসরিন বর্তমানে ভারতে ভিসা ও রেসিডেন্ট পারমিটের আওতায় বসবাস করছেন এবং তিনি ভারতের একাধিক রাজ্যে নির্বিঘ্নে চলাফেরা করছেন। তবে কলকাতায় ফিরে আসা নিয়ে এখনও দ্বিধা কাটাতে পারেননি লেখিকা নিজেই। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে তসলিমা বলেন, “রাজস্থান, ওড়িশা, তামিলনাড়ু ও কেরলে যাতায়াতে কোনো সমস্যা হয়নি। কিন্তু কলকাতা গেলে যদি অশান্তি হয়, মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ নেন—তখন কী হবে, তা জানি না। এই অনিশ্চয়তার কারণেই যাচ্ছি না।”

২০০৭ সালে তাঁর লেখা ও মতাদর্শ ঘিরে কলকাতায় ব্যাপক হিংসাত্মক প্রতিবাদ হয়, যার পরিপ্রেক্ষিতে রাজ্য ছাড়তে বাধ্য হন তিনি। যদিও তারপর বহুবার ভারতে প্রবেশ করেছেন এবং দেশজুড়ে সফর করেছেন, তবুও কলকাতায় আর ফেরা হয়নি তাঁর।

তসলিমার কলকাতা ফেরার দাবিতে সম্প্রতি রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন শমীক ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সদুত্তর পাওয়ার পর তিনি বলেন, “তসলিমা বাংলা ভাষায় লেখেন। তাঁর প্রধান পাঠক বাঙালিরা। তাদের থেকে তাঁকে দূরে রাখা অনুচিত। এই চিঠি ভারতীয় বহুত্ববাদের পক্ষেই স্পষ্ট বার্তা দেয়।”

তসলিমাও জানিয়েছেন, কলকাতায় তাঁর ফেরার ইচ্ছা প্রবল। “কলকাতা বইমেলায় আমার বই প্রকাশ হয়। পাঠকদের সঙ্গে সময় কাটাতে মন চায়। কিন্তু এখনও নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কায় সিদ্ধান্ত নিতে পারছি না,”—বলেন লেখিকা।