ভারতের গুরুতর অভিযোগ, পাকিস্তানের লক্ষ্য ধর্মীয় উপাসনালয়
ভারতের ধর্মীয় স্থানগুলোকে নিশানা করছে পাকিস্তান: দিল্লির অভিযোগ
কলকাতা করেসপনডেন্ট:
ভারতের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়কে হামলার লক্ষ্যবস্তু বানানোর অপচেষ্টা চালাচ্ছে পাকিস্তান—এমন গুরুতর অভিযোগ এনেছে নয়াদিল্লি। শুক্রবার (৯ মে) দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক সংবাদ সম্মেলনে ইসলামাবাদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
দিল্লির সাউথ ব্লকে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি ও বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং।
বিক্রম মিশ্রি বলেন, “পাকিস্তান মন্দির, গুরুদ্বারা ও গির্জার মতো ধর্মীয় স্থাপনাগুলোকে পরিকল্পিতভাবে টার্গেট করার চেষ্টা করছে। ভারত যথাযথ প্রতিরোধ গড়ে তুলে এসব চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে।”
তিনি অভিযোগ করেন, পাকিস্তান একদিকে হামলা চালাচ্ছে, অন্যদিকে তা অস্বীকার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। “গতকাল পুঞ্চের একটি গুরুদ্বারে হামলার ঘটনা ঘটেছে। অথচ পাকিস্তান এর দায় স্বীকার না করে উল্টো ভারতকেই অভিযুক্ত করছে। এমন মিথ্যাচার শুধু তাদের আগ্রাসনের দায় এড়ানোর কৌশল,”—বলেন মিশ্রি।
এ সময় তিনি আরও দাবি করেন, ভারতের আকাশসীমা বারবার লঙ্ঘন করেছে পাকিস্তান। “কমপক্ষে ৩৬টি জায়গায় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা চালানো হয়েছে এবং ৩০০ থেকে ৪০০টি ড্রোন ব্যবহারের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা হয়েছে। ভারত এসব চক্রান্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে এবং অধিকাংশ ড্রোন ধ্বংস করেছে।”
পররাষ্ট্র সচিব আরও বলেন, পাকিস্তান এখন যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতের প্রতিরোধ এড়ানোর চেষ্টা করছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার চরম লঙ্ঘন।