পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে একই পরিবারের তিনজন আহত

সংগৃহীত

শুক্রবার রাতে পাকিস্তানের ছোড়া ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফিরোজপুরের পুলিশ কর্মকর্তা ভুপিন্দার সিং সিধু বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, আগুনে দগ্ধ হওয়া ওই তিনজনের মধ্যে একজন নারীর অবস্থা গুরুতর। স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক জানান, একই পরিবারের আহত এই তিন সদস্যের মধ্যে দুজনের আঘাত তুলনামূলকভাবে কম, তবে নারীর দগ্ধ হওয়ার মাত্রা বেশি। ঘটনার পরপরই তাদের চিকিৎসা শুরু করা হয়।

 

এনডিটিভি আরও জানায়, শুক্রবার রাতে পাকিস্তান থেকে ছোড়া ড্রোন ভারতের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আক্রমণ চালায়। অধিকাংশ ড্রোন ভারতীয় সেনাবাহিনী প্রতিহত করলেও ফিরোজপুরে এই হতাহতের ঘটনা ঘটে।