পরমাণু অস্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ শরিফ?

ভারতের বিরুদ্ধে 'অপারেশন বানিয়ান উন মারসুস' শুরুর পর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার ন্যাশনাল কমান্ড অথরিটির (NCA) জরুরি বৈঠক আহ্বান করেছেন। এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রীসহ তিন বাহিনীর প্রধানরা উপস্থিত থাকবেন। NCA পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শুক্রবার মধ্যরাতে পাকিস্তান 'অপারেশন বানিয়ান উন মারসুস' শুরু করেছে, যা ভারতের 'অপারেশন সিঁদুর' এর প্রতিশোধ হিসেবে দাবি করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এবং বিজেপিসহ শীর্ষস্থানীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে। তবে, এসব দাবি এখনও যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন    
 

ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবি পাকিস্তানের

১০ মে, ২০২৫

 

এদিকে, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায়, পাকিস্তানের রাজনৈতিক দলগুলো করাচিতে একত্রিত হয়ে ভারতের হামলার প্রতিবাদ জানিয়েছে। এই পরিস্থিতিতে, পাকিস্তান সরকার আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য এনসিএ বৈঠক আয়োজন করেছে।

এখন পর্যন্ত, ভারত সরকারের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরপর ৭ মে মধ্যরাতে ভারত পাকিস্তানে হামলা চালায়, যা পাল্টা হামলার জন্ম দেয়।