পাকিস্তানে ভূমিকম্প, কাঁপলো ইসলামাবাদসহ বিভিন্ন অঞ্চল
আজ শনিবার (১০ মে) সকালে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পটি সকাল ১০টা ৮ মিনিটে আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, ভূমি থেকে ২৩০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কম্পন ইসলামাবাদ, অ্যাটক, পেশোয়ার, মার্দান, সোয়াত, সোয়াবি, নওশেরা, চিতরাল, শাঙ্গলা, মালাকান্ড, আবোটাবাদ, মোহমান্দ, লোয়ার দির এবং খাইবার পাখতুনখোয়া ও পার্শ্ববর্তী উপজাতীয় অঞ্চলে অনুভূত হয়েছে। অনেক বাসিন্দা হঠাৎ কম্পনে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (NSMC) জানিয়েছে, ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকতে এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
পাকিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ, কারণ এটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই কারণে, দেশটিতে মাঝেমধ্যে মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প ঘটে থাকে। বিশেষ করে হিন্দুকুশ অঞ্চল, যা আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী একটি পার্বত্য এলাকা, প্রায়ই ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত হয়।
এর আগে, গত ১২ এপ্রিল এবং ১৬ জুলাই পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.৫ এবং ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এই ভূমিকম্পগুলোও হিন্দুকুশ অঞ্চলে উৎপত্তি হয়েছিল এবং খাইবার পাখতুনখোয়া, আজাদ কাশ্মীর, পাঞ্জাব এবং আফগানিস্তানের কিছু অংশে অনুভূত হয়েছিল।