পরমাণু অস্ত্রের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে বৈঠকে বসছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

পাকিস্তানে পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা নিয়ে এনসিএ-র জরুরি বৈঠক, ড্রোন সতর্কতায় ভারত



পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা বিষয়ক সর্বোচ্চ সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি (NCA)-এর জরুরি বৈঠক আহ্বান করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (৯ মে) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও প্রতিরক্ষা সামগ্রী বিষয়কমন্ত্রী। এছাড়া অংশগ্রহণ করেন জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান, তিন বাহিনীর প্রধান এবং স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশনের (SPD) মহাপরিচালক।






ন্যাশনাল কমান্ড অথরিটি
মূলত পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও কৌশলগত নীতিমালার তদারকি করে। স্থল, আকাশ ও নৌ বাহিনীর জন্য যৌথ প্রতিরক্ষা কৌশল প্রণয়নেও এ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

 

এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তরাঞ্চলের বারামুল্লা থেকে পশ্চিমাঞ্চলের গুজরাটের ভুজ পর্যন্ত অন্তত ২৬টি স্থানে ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। শুক্রবার ও শনিবার সকাল পর্যন্ত এসব সন্দেহভাজন ড্রোন বেসামরিক এবং সামরিক স্থাপনায় আঘাত হানার চেষ্টা করে বলে দাবি করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন।

বিশ্লেষকদের মতে, কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত বিস্তীর্ণ সীমান্তজুড়ে এমন ড্রোন চলাচল অস্বাভাবিক এবং তা পারমাণবিক সক্ষমতা সম্পন্ন দুই দেশের মধ্যে সম্ভাব্য সংঘর্ষের পূর্বাভাস দিচ্ছে।