অপারেশন সিঁদুর'-এ নিহত জঙ্গিরা কারা? পরিচয় প্রকাশ করলো সরকার
‘অপারেশন সিঁদুর’-এ নিহত ৫ জঙ্গির পরিচয় প্রকাশ, নাম জড়িয়েছে লশকর ও জইশ নেতাদের
ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে (PoK) অন্তত পাঁচজন শীর্ষ জঙ্গি নিহত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে রয়েছে লশকর-ই-তইয়্যেবা ও জইশ-ই-মহম্মদ–এর গুরুত্বপূর্ণ সদস্যরা।
ভারতীয় সংবাদমাধ্যম ডিডি নিউজ ও এএনআই সূত্রে প্রকাশিত পাঁচ জঙ্গির পরিচয় নিচে দেওয়া হলো:
লশকর-ই-তইয়্যেবা
মুদস্সর খাদিয়ান খাস ওরফে আবু জুন্দল
-
মুরিদকে অঞ্চলে লশকরের কমান্ডার ছিল।
-
পাকিস্তানি সেনাবাহিনীর গার্ড অফ অনারসহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।
-
শেষকৃত্যে ছিলেন জামাত-উদ-দাওয়া নেতা হাফিজ রউফ, এক সেনা লেফটেন্যান্ট জেনারেল এবং প্রাদেশিক পুলিশ কর্মকর্তা।
খালিদ ওরফে আবু আকাশা
-
-
জম্মু-কাশ্মীরের একাধিক হামলার সঙ্গে জড়িত।
-
আফগানিস্তান থেকে অস্ত্র পাচারে যুক্ত ছিল।
-
ফয়সলাবাদে পাক সেনা ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে দাফন হয়।
-
জইশ-ই-মহম্মদ
হাফিজ মুহম্মদ জামিল
-
মাসুদ আজহারের আত্মীয়।
-
উগ্রপন্থা ছড়ানো ও অর্থসংগ্রহে সক্রিয়।
-
মারকজ সুভান আল্লাহ-র দায়িত্বে ছিল।
মুহম্মদ ইউসুফ আজহার
-
মাসুদ আজহারের ঘনিষ্ঠ।
-
আইসি-৮১৪ অপহরণ মামলার অন্যতম অভিযুক্ত।
-
জম্মু-কাশ্মীরে বহু হামলায় সক্রিয় ভূমিকা।
মহম্মদ হাসান খান
-
জইশের অন্যতম কমান্ডার।
-
মুফতি আসগর খান কাশ্মীরির ছেলে।
-
PoK-তে দখলদার জঙ্গি কার্যকলাপে নেতৃত্ব দিত।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে নির্দিষ্ট জঙ্গি ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়। যদিও ভারত সরকার সরাসরি নাম ঘোষণা করেনি, তবে সরকারি সংবাদমাধ্যমের মাধ্যমে নাম প্রকাশ হওয়ায় পাকিস্তানের অবস্থান আরও চাপে পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানে সেনা ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে বড় বিতর্ক তৈরি করতে পারে।
এই অভিযানে নিহত আবু জুন্দল লশকরের কমান্ডার হলেও, এটি ২৬/১১ মুম্বই হামলার জঙ্গি জ়াবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দল নয়। সেই জুন্দল ২০১২ সালে সৌদি আরব থেকে প্রত্যর্পণ হওয়ার পর থেকে ভারতের কারাগারে বন্দি।