ভারত যা করবে, পাকিস্তানও তাই করবে: স্পষ্ট বার্তা

উত্তেজনা প্রশমনে ভারতের পদক্ষেপ প্রত্যাশা করছে পাকিস্তান: পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার


ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শান্তির বার্তা দিয়েছেন। শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি ভারত উত্তেজনাকর পদক্ষেপ বন্ধ করে, তাহলে আমরাও থামব।

 

ইসহাক দার আরও বলেন,

“যদি সামান্যতম বিচক্ষণতা থাকে, তাহলে ভারতও থামবে এবং যদি তারা থামে, তাহলে আমরাও থামব। আমরা সত্যিকার অর্থে কোনো একটি দেশের আধিপত্য ছাড়াই শান্তি চাই।”


তার এই মন্তব্যে স্পষ্ট, ইসলামাবাদ চাইছে কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, তবে ভারত যদি আগ্রাসী অবস্থান বজায় রাখে, তাহলে পাকিস্তানও পিছু হটবে না।

 

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে, যখন ভারত পাকিস্তানের অভ্যন্তরে কয়েকটি লক্ষ্যে বিমান হামলা চালায়। এর জবাবে পাকিস্তান জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে।


এরপর থেকেই সীমান্তজুড়ে চলতে থাকে পাল্টাপাল্টি হামলা। শনিবার পাকিস্তান সেনাবাহিনী জানায়, তারা ভারতের বিরুদ্ধে ‘বুনইয়া নুম মারসুস’ নামক এক সামরিক অভিযান শুরু করেছে। এই আরবী নামের অর্থ—“সীসা দিয়ে ঢালা প্রাচীর”—যা প্রতিরক্ষা ও দৃঢ়তার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।


 

এই মুহূর্তে দুই দেশের মধ্যে:

  • সামরিক উত্তেজনা তীব্র,

  • কূটনৈতিক বার্তা রক্ষাত্মক ও পাল্টা অবস্থানে বিভক্ত,

  • এবং আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও চীন শান্তি রক্ষায় হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, ইসহাক দারের বক্তব্য একদিকে যেমন শান্তির বার্তা, তেমনি অন্যদিকে এটি “কন্ডিশনাল ডিটারেন্স”—শর্তসাপেক্ষ প্রতিরোধ। ভারত যদি আগ্রাসন থামায়, তাহলে পাকিস্তানও সাড়া দেবে; কিন্তু এর উল্টোটা ঘটলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।