ভারতের অহংকার চূর্ণ হয়েছে পাকিস্তানের জবাবে: পিটিআই
পাকিস্তান ও ভারতের মধ্যে হওয়া যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান। তিনি একে ‘ইতিবাচক উন্নয়ন বলেছেন।’ খবর জিও নিউজ
তিনি বলেন, ভারতের দিক থেকে উস্কানি দেয়াতে পাকিস্তানের হামলা করা ছাড়া কোনো উপায় ছিল না।
গহর খান বলেন, ‘ভারত ছিল আগ্রাসনে অপ্রতিরোধ্য এবং পাকিস্তানের ওপর আঘাত হানাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু জাতি, ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে পাকিস্তান এমন এক শক্তিশালী জবাব দিয়েছে, যা ভারতের অহংকার চূর্ণ করে দিয়েছে।
পিটিআইয়ের এই নেতা বলেন, ভারতের সঙ্গে যদি যুদ্ধবিরতি সম্ভব হয়, তাহলে পাকিস্তানের অভ্যন্তরেও একটি রাজনৈতিক যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া উচিত।
তিনি জাতীয় ঐক্য ও রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়ে বলেন, এই ঐক্যের মুহূর্তকে সংকল্প ও স্বচ্ছতার মাধ্যমে আরও সুদৃঢ় করা উচিত।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগাম বন্দুকধারীরা ২৬ জনকে হত্যা করে, যাদের মধ্যে একজন বাদে বাকি সবাই ছিল পর্যটক। এই হামলার পরেই ভারত ও পাকিস্তানের মধ্যে আঞ্চলিক সংঘাত শুরু হয়।
শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় দেশের কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেন। চুক্তি অনুয়ায়ী বিকেল ৫টা থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। এছাড়া একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে দিল্লি-ইসলামাবাদ।