অভিযোগ নাকচ করলো পাকিস্তান

সংগৃহীত

ভারত ও পাকিস্তান টানা ১৯ দিনের সংঘাতময় পরিস্থিতির পর যুদ্ধবিরতিতে সম্মত হলেও, কয়েক ঘণ্টা না পেরোতেই নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলে। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

 

শনিবার (১১ মে) আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন ঘটেনি।” নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তার এই মন্তব্য আসে।

 

এর আগে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতির কয়েক ঘণ্টা পরই পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার জবাব দিচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তিনি আরও বলেন, সীমান্ত লঙ্ঘনের যেকোনো ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক সীমানা ও নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।