তেল আবিবে যুদ্ধ বিরতি ও বন্দি মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ
শনিবার তেল আবিবে হাজারো মানুষ গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং বন্দি ইসরায়েলিদের দ্রুত মুক্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার জন্য তাকে দায়ী করেন।
তেল আবিবের "হোস্টেজ স্কয়ারে" বন্দি ও নিখোঁজ পরিবারের ফোরাম তাদের সাপ্তাহিক বিক্ষোভের আয়োজন করে। একই সময়ে ইসরায়েলি সামরিক সদর দপ্তরের সামনে বন্দি পরিবারের সদস্যরাও আরেকটি প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত এক আলাদা সরকারবিরোধী বিক্ষোভে শাই মোজেস নামে এক বক্তা বলেন, "ইসরায়েলের আসল শত্রু হামাস নয়, বরং নেতানিয়াহু, যিনি ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ধ্বংস করছেন।" শাই মোজেস উল্লেখ করেন, তার মা-বাবা আলাদাভাবে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পেয়েছেন।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক গাজা অভিযানের সম্প্রসারণ পরিকল্পনার সমালোচনা করে বন্দি পরিবারের ফোরাম এক বিবৃতিতে জানায়, এ ধরনের পদক্ষেপ গাজায় আটক বন্দিদের জীবনকে "বলির পাঁঠা" বানানোর শামিল।
ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়ছে। হা'রেতজ জানিয়েছে, তেল আবিব ছাড়াও জেরুজালেম, হাইফা, বিয়ারশেবা এবং আরও অনেক শহর ও প্রধান সড়কে একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড শনিবার একটি ভিডিও প্রকাশ করে, যেখানে গাজায় জীবিত অবস্থায় দুই ইসরায়েলি বন্দিকে দেখা যায়। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, তারা হলেন এলকানা বোহবট (৩৬) এবং ইউসেফ হাইম ওহানা (২৪)। ভিডিওতে ওহানা হিব্রু ভাষায় যুদ্ধ বন্ধ এবং অবশিষ্ট বন্দিদের মুক্তির আহ্বান জানান।