পুতিনের শান্তি আলোচনার প্রস্তাব: ১৫ মে থেকে সরাসরি সংলাপ চায় রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন। শনিবার রাতে ক্রেমলিন থেকে টেলিভিশনে প্রচারিত এক বিরল ভাষণে তিনি বলেন, “আমরা চাই বাস্তবভিত্তিক আলোচনা শুরু হোক, যাতে সংঘাতের মূল কারণগুলো দূর করে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল শান্তির পথ খোলা যায়।” তিনি প্রস্তাব দেন, আলোচনা শুরু হওয়া উচিত ১৫ মে থেকেই, দেরি না করে।
এদিকে ইউরোপীয় নেতারা—যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেন সফরে গিয়ে রাশিয়াকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মতির জন্য আহ্বান জানিয়েছেন।
তবে রুশ প্রেস সচিব দিমিত্রি পেসকভ জানান, এই প্রস্তাব নিয়ে বিবেচনা করতে হবে। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করে কিছু আদায় করা সম্ভব নয়।
এই প্রস্তাব এমন এক সময় এসেছে, যখন ইউক্রেন যুদ্ধ আবারও নতুন করে উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে এবং পশ্চিমা বিশ্বের কূটনৈতিক তৎপরতা বেড়েছে।