ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিকে বিশ্বনেতাদের প্রশংসা
কয়েক দিন ধরে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে প্রাণঘাতী সংঘাতের পর একটি ‘সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ উপনীত হয়েছে ভারত ও পাকিস্তান। গতকাল শনিবার দুই দেশের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা।
দুই প্রতিবেশী দেশের মধ্যে এ উত্তেজনার শুরু হয় গত ২২ এপ্রিল, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর। ওই হামলায় ২৬ জন নিহত হন।
ভারত কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই পাকিস্তানের সঙ্গে হামলাকারীদের সংযোগ আছে বলে অভিযোগ করে। পাকিস্তান দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করে পেহেলগামে হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
ওই ঘটনার জেরে ভারত পাকিস্তানের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তানের ৬টি জায়গায় ২৪টি হামলা হয়েছে। হামলায় ৩৩ বেসামরিক পাকিস্তানি নাগরিক নিহত ও ৭৬ জন আহত হয়েছেন।
জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। নিয়ন্ত্রণরেখাজুড়েও (এলওসি) ভারতের একাধিক তল্লাশিচৌকিতেও হামলা করেছে দেশটি। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান গতকাল একটি যুদ্ধবিরতিতে উপনীত হয়। বিশ্বনেতারা তাঁদের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। গুতেরেসের বরাতে এক বিবৃতিতে তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মহাসচিব একে শান্তির পথে এগিয়ে যাওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাঁকে ফোন করেছেন এবং পাকিস্তানের সংযম প্রদর্শনের স্বীকৃতি দিয়েছেন। তিনি সংকটময় সময়ে পাকিস্তানের দায়িত্বশীল পদক্ষেপের প্রশংসা করেছেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উভয় দেশকে সংলাপ প্রতিষ্ঠায় যুদ্ধবিরতির সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানিয়েছে তুরস্ক। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাই। আমরা উভয় পক্ষকে যুদ্ধবিরতির সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে সরাসরি ও কার্যকর সংলাপে বসার আহ্বান জানাই।’
সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। দেশটির বৈদেশিক অধিদপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ তথ্য পাওয়া গেছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘ভারত-পাকিস্তানের আজকের যুদ্ধবিরতিকে দারুণভাবে স্বাগত জানাই। আমি উভয় পক্ষকে এটি বজায় রাখার আহ্বান জানাই। সবার স্বার্থেই উত্তেজনা প্রশমন করা জরুরি।’