পাক-ভারত জলবন্টন চুক্তি স্থগিত, সমাধানে ওয়াশিংটনের মুখাপেক্ষী ইসলামাবাদ

সিন্ধু নদ যখন লাদাখের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে

সিন্ধু পানিচুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে ভারতের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের আহ্বান

 

সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিতের একতরফা সিদ্ধান্ত প্রত্যাহারে ভারতের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছে পাকিস্তান। দেশটির পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা এ দাবিতে সরব হয়েছেন। খবর আল জাজিরা ও ডন নিউজের।

রবিবার (১১ মে) পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এ দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের (WAPDA) সাবেক সদস্য জাওয়াইদ লতিফ বলেন, “পাকিস্তান সরকারকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করতে হবে, যাতে ২৪ এপ্রিল ভারতের নেওয়া একতরফা ও অবৈধ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহার নিশ্চিত করা যায়।”

তিনি আরও বলেন, “আমি মনে করি, এখনই হলো সঠিক সময় এই বিষয়টি আন্তর্জাতিকভাবে জোরালোভাবে উপস্থাপন করার।”

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনেও উল্লেখ করা হয়, সিন্ধু নদী জলবণ্টন চুক্তি স্থগিতের বিষয়ে পাকিস্তানের আপত্তি সত্ত্বেও ভারত তার সিদ্ধান্তে অনড় রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের কৃষি খাতে ব্যবহৃত ৮০ শতাংশ সেচের পানি ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তির ওপর নির্ভরশীল। গত ২৪ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত একতরফাভাবে চুক্তি স্থগিতের ঘোষণা দেয়।

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন ভারত গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ভেতরে অভিযান চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের ভূখণ্ডে হামলা চালায়। টানা চারদিন ধরে হামলা-পাল্টা হামলায় দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। তবে শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে ভারত সরকারের দুই নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, সংঘাত নিরসনে বিরতি এলেও সিন্ধু পানিচুক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ভিসা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকবে।

এই প্রেক্ষাপটে পাকিস্তানের পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে ভারত তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত হয়।