ধর্ষণের অপরাধে ইরানে একজনের মৃত্যুদণ্ড

ইরানে ধর্ষণের দায়ে এক ব্যক্তির ফাঁসি

ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে দেশটির বিচার বিভাগ। রবিবার (১১ মে) ইরানের সরকারি বিচার বিষয়ক ওয়েবসাইট মিজান অনলাইন এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটটিতে জানানো হয়, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তির নাম, বয়স বা ঘটনার সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, মামলাটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিষ্পত্তি করা হয়েছে।

ইরানে ধর্ষণসহ বেশ কিছু গুরুতর অপরাধে এখনও মৃত্যুদণ্ড প্রযোজ্য রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, চীনের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বহু নারীকে যৌন নিপীড়নের দায়ে আরেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল দেশটি।